More

    চোরকে অমানবিক নির্যাতনের বাধা দেওয়ায় ছাত্রদল নেতা সরোয়ারের বিরুদ্ধে মিথ্যা প্রচার

    অবশ্যই পরুন

    রায়হান ইসলাম (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকী উপজেলায় এক চোরকে অমানবিক নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। এসময় মানবিক কারণে নির্যাতন ঠেকাতে এগিয়ে আসেন দুমকী উপজেলা ছাত্রদলের আহব্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ।

    স্থানীয় সূত্র জানায়, চুরির অভিযোগে কয়েকজন ব্যক্তি এক যুবককে বেধড়ক মারধর করছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা ঘটনাস্থলে গিয়ে নির্যাতন বন্ধের চেষ্টা করেন এবং সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন।

    কিন্তু পরবর্তীতে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

    এ বিষয়ে দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জানান, “মানবিক কারণে নির্যাতনের হাত থেকে ওই যুবককে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু এখন আমার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

    স্থানীয় সচেতন মহল বলছে, নির্যাতন বন্ধে ভূমিকা রাখার পরিবর্তে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো রাজনৈতিক প্রতিহিংসার অংশ মাত্র।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে গভীর নলকূপেও উঠছে না পানি, সুপেয় পানির তীব্র সংকট

    দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপেও উঠছে না পানি। এতে ঝালকাঠিতে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র...