More

    লঘুচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি

    অবশ্যই পরুন

    লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া মানুষ। বিশেষ করে দুর্গাপূজার মণ্ডপে যেতে ভক্তদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

    নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সরকারি ছুটি থাকায় সড়কে মানুষের চলাচল ছিল কম। বরিশালের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে ৩ ও নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকীতে জাতীয় নাগরিক পার্টির পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়

    ওবায়দুর রহমান অভি, সংবাদদাতা,পটুয়াখালী:- দুমকীর কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দির ও আঙ্গিনা শ্রী শ্রী দূর্গা মন্দির পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়...