More

    বরগুনায় ছাত্রী নিয়ে উধাও বাবা, ছেলের আবেগঘন স্টাটাস

    অবশ্যই পরুন

    প্রাইভেট শিক্ষক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ওই শিক্ষকের আট বছরের ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

    বরগুনার আমতলীতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বইছে আলোচনার জড়। গতকাল বৃহস্পতিবার রাতে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘It’s Abraham’ নামের একটি আইডি থেকে আরহাম লিখেছে, ‘বাবা তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে?

    জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা। তাহলে হারিয়ে গেলে কেন?’ আরহাম আরও লিখেছে, ‘আমরা কি খাবো, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।’

    স্থানীয় সূত্র জানায়, নিয়াজ মোর্শেদ নাদিম আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন।

    এক পর্যায়ে আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ সেপ্টেম্বর স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান নাদিম। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাফিয়া নেত্রী হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,...