হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক ভিডিও তৈরির অপরাধে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক।
এর আগে শনিবার তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, কাওছার মিয়া, মো. আমির খান এবং আব্দুল করিম। তারা সবাই বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্র। প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, অভিযুক্ত তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি শুক্রবার আমাদের নজরে আসে। পরদিন শনিবার স্কুল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ে ভিডিও ধারণ, টিকটক তৈরি করা বা শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নির্দেশ অমান্য করায় এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে তাদের বহিষ্কার করা হয়েছে।