More

    বরগুনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা মনি গোসলের জন্য বাড়ির সামনের পুকুরে নামার পর পানিতে তলিয়ে যায়।

    কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে কোথাও না দেখে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শিশু আয়েশা মনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পানিতে ডুবে এক শিশু নিহতের ঘটনা শুনেছি। অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

    বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এদিন পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতে পেরেছে...