More

    পিআরসহ ৫ দফা দাবিতে বরগুনা জামায়াতের গণমিছিল ও স্মারকলিপি প্রধান

    অবশ্যই পরুন

    মো:সৌরব বেতাগী বরগুনা প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের ন্যায় বরগুনায় গণমিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান করছে বরগুনা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির মাও আফজালুর রহমান,জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন,সহকারী সেক্রেটারি মওলানা আবদুল মান্নান,সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন,প্রচার সেক্রেটারি আবদুল মালেক,সদর উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান,বেতাগী উপজেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন,জেলা শিবির সভাপতি মো হাসিবুর রহমান প্রমুখ।

    কর্মসূচিতে বক্তারা বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি। ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। পাশাপাশি গণহত্যার বিচার ও নির্বাচনে সমান সুযোগ সৃষ্টির দাবি তুলে ধরা হয়। তারা আরও অভিযোগ করেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমননীতি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতি দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছে।

    এসব অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স

    বরগুনা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে...