পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ) সকাল ১১ টায় নাজিরপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর থানাধীন মাটিভাঙ্গা তদন্তকেন্দ্র ইনচার্জ মোঃ এমদাদুল, বিশেষ অতিথি আরো হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
তারা নাজিরপুর উপজেলায় বিদ্যমান মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধের চিত্র তুলে ধরেন এবং এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ কার্যকর পরামর্শ প্রদান করেন।
এ সময় সভাপতির বক্তব্যে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন; পুলিশ জনগণের সেবক, আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের মতামত, অভিযোগ, এবং পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপেন হাউজ ডে আয়োজনের মূল লক্ষ্য—জনগণের সঙ্গে পুলিশের মেলবন্ধন স্থাপনের সুযোগ তৈরি করা।
সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে অপরাধ দুর করা সম্ভব। এসময় তিনি মাদক,সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত কাজী এবং গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।