মোঃ রোকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া প্রতিনিধি: সারাদেশের বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মেডিকেল ভাতা, বাড়িভাড়া ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে নেমেছেন। রবিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ সোমবার আরও বিস্তৃত আকার ধারণ করেছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে, ফলে শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
শিক্ষক নেতারা জানান, বর্তমান ভাতা তাদের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তারা দাবি করছেন—
মেডিকেল ভাতা ১০০০– ১,৫০০ টাকা বৃদ্ধি করা,
বাড়িভাড়া ভাতা ২০% বৃদ্ধি করা,
উৎসব ভাতা ৫০% থেকে ৭৫% বৃদ্ধি করা।
তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।
অভিভাবক ও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন, দীর্ঘদিন এভাবে বন্ধ থাকলে শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লাগবে।