More

    বরিশালে হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকারী ৩ জনই একই ওস্তাদের শিষ্য

    অবশ্যই পরুন

    রাহাত রাব্বি স্টাফ রিপোর্টারঃ বরিশালে আহলুস সুন্নাহ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করে থাকেন।

    এই সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করেন এবং প্রতি বছর বিভিন্ন গ্রুপে করে ৫, ১০, ২০ ও ৩০ পারা হিফজের প্রতিযোগিতা অনুষ্ঠিত আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত রোববার (৫ অক্টোবর ) দুপুর ২টায় বরিশাল নগরের সাগরদী জামিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় কুরআনের পাখিদের প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়।

    প্রতিবছরের ন্যায় এবারও আহলুস সুন্নাহ হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সাগরদী জামিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ বরিশালে আয়োজন করা হয়। বাছাই পর্বে এবারও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চার শতাধিক কোরআনের পাখি অংশগ্রহণ করেন।

    আয়োজনে চার শতাধিক কোরানের পাখি অংশগ্রহণের মধ্য থেকে প্রথম স্থান অর্জন করেন কোরআনের পাখি মো: রেদোয়ান (১০) । দ্বিতীয় স্থান অধিকার করেন মো: আবিদ হোসেন (১১) । তৃতীয় স্থান লাভ করেন মো: জায়েদ (৯) ।

    প্রথম স্থান, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মো: রেদোয়ান, মো: আবিদ হোসেন ও মো: জায়েদ প্রত্যেকেই বরিশালের উজিরপুর ধামুরা গ্রামের ইউসুফ জাহানারা কমপ্লেক্সে মাদ্রাসার ছাত্র। তারা সকলেই হাফেজ ক্বারী মাওলানা মোঃ নাঈমের কাছ থেকে সবক গ্রহণ করেছেন।

    আহলুস সুন্নাহ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে যারা জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছেন, তারা আগামী ২০ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় বাইতুল মোকাররম মসজিদে চুরান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    স্টাফ রিপোর্টার: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ইং উপলক্ষে র‌্যালি ও...