নাজিরপুরে প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা,
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মুক্তাদির রাব্বি, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহর বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস সহ উপজেলা ফায়ার সার্ভিস, বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,
এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন এবং বলেন সচেতনতা ও প্রস্তুতিই পারে দুর্যোগে ক্ষতি কমাতে।