More

    উজিরপুরে অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন বিল এলাকায় খাবারের খোঁজে আশ্রয় নেওয়া পাখিকে ফাঁদে আটকেছিল একদল শিকারি। খাঁচায় ভরে পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য।
    ১৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার মশাং বাজার এলাকা থেকে ২১ টি দেশি প্রজাতির ও অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এসময় পাখি সহ ১ জনকে আটক করা হয়।এ সময় উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে  বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন।
    পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাস (৬৫)কে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।
    এরপরে বিভিন্ন আইনে জটিলতার কারণে পাখিগুলি অবমুক্ত করার জন্য বন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকে। পরে গৌরনদী বন রেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাসের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সহায়তায় পাখিগুলি অবমুক্তর সিদ্ধান্ত নেয়া হয়।
    উপজেলার ৯ নং ওয়ার্ডের হাজি ব্রিক ফিল্ড  চত্বরে উদ্ধার পাখিগুলো আকাশে অবমুক্ত করেন গৌরনদী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ আলমগীর হোসেন। সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় গৌরনদী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই রঙ-বেরংয়ের অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে থাকে উজবরপুরের বিলসহ স্থানীয় চরাঞ্চলগুলো। দেখা মেলে সাদা বক, বালিহাঁস, মাছরাঙ্গা, সারস, পানকৌরীসহ দেশি বিদেশি অসংখ্য পাখি।
    তিনি বলেন, দিগন্তজোড়া উন্মুক্ত হাওয়ায় পাখা মেলে বিল ও চরাঞ্চলের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত উড়াউড়ি করে।  খাবারের খোঁজে নানা প্রজাতির অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে আশ্রয় নেয় স্থানগুলোতে। পাখি প্রকৃতির সম্পদ। যদি কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করা পাখির অধিকার। বাজারগুলোতে যেভাবে অসংখ্য পাখি জালে ও খাঁচায় বন্দি করে বিক্রি করা হয় তা শুধু বেআইনি নয়, নিষ্ঠুরও বটে!
    তিনি আরো জানান, উদ্ধার করা পাখিগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সব নাগরিককে পাখি কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আটক ব্যাক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জনগণ বিশ্বাস করে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: ফখরুল

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও কয়েকজন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা...