More

    ছাত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই দুই বছর সংসার, গ্রেপ্তার প্রধান শিক্ষক

    অবশ্যই পরুন

    রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক ছাত্রীর সঙ্গে বিয়ে না করেই দুই বছর ধরে সংসার করার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া শিক্ষকের নাম আব্দুল কাদের (৫৫)। তিনি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

    পরে ওই ছাত্রী নিজেই গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, বিদ্যালয়ে পড়াশোনার সময় শিক্ষক কাদেরের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তিনি মেয়েটিকে বিয়ে করেন, তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। এরপর থেকেই শিক্ষক কাদের তার সঙ্গে অমানবিক আচরণ ও একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

    সম্প্রতি ছাত্রীটি কাবিননামা রেজিস্ট্রির দাবি জানালে শিক্ষক কাদের তাকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদেরও হুমকি দেন।

    গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফরিদপুরে বাজারে আগুন, পুড়ে গেল ১৭টি দোকান

    ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে...