More

    তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন : মাসুদ সাঈদী

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পিরোজপুর- ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

    রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বালিপাড়া বাজার পুরাতন ঈদগাহ মাঠে বালিপাড়া ইউনিয়ন জামাত ইসলামী আয়োজিত ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শোয়াইব শিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইন্দুরকানি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, বর্তমান উপজেলা আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বাইতুল মাল সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম সহ জামায়াত ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    এসময়ে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। এই ৫৪ বছরে যারাই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দ্বারা দেশ ও জনগণের লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। উন্নয়নের নামে বেশি লুটপাট হয়েছে। তিনি বলেন, তরুণরা আমাদের ভবিষ্যতের আশা।

    সময় এসেছে এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর। দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন তরুণদের কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব— যারা কেবল প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব কর্ম পরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাগুলো কাজে লাগাতে সক্ষম হবে।

    তিনি আরো বলেন, একটি দল নির্বাচন নিয়ে নানান উল্টোপাল্টা কথাবার্তা বলছে। সাহস থাকলে নির্বাচনে আসুন দেখি আপনারা কয়টা ভোট পান। আগামী নির্বাচনে তিনি জামায়াত ইসলামীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর)...