পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা৷ করা হয়। অভিযানে মো. জাকির মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন ও তার টিম। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” তিনি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।
