প্রান্ত মিস্তী নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধূ। সোমবার (২৭ অক্টোবর) সকালে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ঘটে এ ঘটনা। আহতের স্বজনরা জানান, সকালে হেনারা বেগম নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন।
এসময় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) ও তার দুই মেয়ে আগে থেকে ওত পেতে থেকে হেনারা বেগমের ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে কোপাতে থাকলে তার চিৎকার শুনে ছেলে নাঈম খান (২৬) ও পুত্রবধূ ঝুমুর বেগম (২২) ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হেনারা বেগমকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে তাদের ওপরই হামলা চালানো হয়েছে এবং তারাও বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিবেশীদের অভিযোগ, হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে জড়িত। কেউ তার বিরুদ্ধে কথা বললে তিনি ও তার মেয়েরা মিথ্যা অভিযোগ ও অপমানের মাধ্যমে ভয় দেখান।
ফলে গ্রামবাসীর অনেকেই তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এ বিষয়ে নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
