পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির, যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. সোহেল শেখ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।
