More

    কলাপাড়ায় সরকারি সহায়তার টাকা আত্মসাতে বিএনপি নেতা আবুল হোসেন বহিষ্কার

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আবুল হোসেন কে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত হওয়া গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে (আবুল হোসেন কে) সংগঠনের সভাপতি পদসহ সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এর আগে বৃহস্পতিবার দুপুরে ধানখালীর ছৈলাবুনিয়া গ্রামের আনন্দ বাজার এলাকার অসংখ্য ভুক্তভোগী মানুষ মেম্বার ও এই বিএনপি নেতা আবুল হোসেনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন।

    ভুক্তভোগী নারী-পুরুষ আবুল হোসেনের বিচার দাবি করেন। ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট কারণে আবুল হোসেন কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...