More

    বরিশালে বিয়ের ৮ মাসের মাথায় লা’শ হলেন গৃহবধূ রিয়া মনি

    অবশ্যই পরুন

    নিজেস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ের আট মাসের মাথায় রিয়া মনি (১৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রিয়া মনি মুলাদি উপজেলার রায়হান মন্ডলের মেয়ে।

    নিহত রিয়া মনির বাবা রায়হান মন্ডল অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কের জেরে গত মার্চ মাসে উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের ইমন হাওলাদারের সাথে বিয়ে হয় রিয়া মনির। বিয়ের পর থেকেই ইমনের পরিবার নির্যাতিত চালাতো রিয়া মনির উপর। গত শুক্রবার রিয়া মনির নানী মারা গেলে বাড়িতে আসার কথা বললে তাকে শ্বশুরবাড়ি থেকে আসতে দেয়া হয়নি।

    পরবর্তীতে না বলে পালিয়ে নানীর লাশ দেখতে আসার পথে মেহেন্দিগঞ্জ লঞ্চঘাট থেকে রিয়া মনিকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক বাড়িতে নিয়ে আটকে রাখে। গতকাল মঙ্গলবার বেলা ১১ দিকে রিয়া মনির স্বামী ইমন রায়হান মন্ডলকে কল করে জানান- রিয়া মনি গলায় ফাঁস দিয়েছেন। ফের কল করে বলেন- সে মারা গেছে। তারপর থেকে তাদের মোবাইলে কল করে পাওয়া যায়নি। এরপর মেহেন্দিগঞ্জ থানা থেকে কল করে জানানো হয় রিয়া মনির লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে তার লাশ পান। কিন্তু রিয়া মনির শ্বশুরবাড়ীর লোকজন কাউকে পাওয়া যায়নি।

    রায়হান মন্ডল বলেন- আমার বিশ্বাস ওরা আমার মেয়েকে হত্যা করেছে। আমরা লাশ আনতে গেলে মেহেন্দিহঞ্জ থানার এসআই মোশাররফ আমাদের সাথে দুরব্যবহার করেছে। অকথ্য ভাষায় আমার শাসিয়েছে। আমি আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

    এ বিষয়ে মেহেন্দিহঞ্জ থানার ওসি মোঃ ফকরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফলিত পুষ্টি বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মঠবাড়িয়ায়

    পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান (বারটান), বরিশালের আয়োজনে তিনদিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি...