ইন্দুরকানি( পিরোজপুর) প্রতিনিধি: তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচএম ফারুক হোসাইন, মস্তান হাফিজ, সাবেক যুগ্ন আহবায়ক সাংবাদিক এম আহসানুল ছগির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম সহিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, বিএনপি নেতা কাইউম জোমাদ্দার প্রমুখ।
বক্তারা বলেন, এ আসনে যাকেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করব।
