নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীর তীরবর্তী কালিবাড়ী বাজার থেকে উত্তর জয়পুর সড়কের মধ্যবর্তী একটি বড় অংশ বছরের পর বছর ধরে ভাঙা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ভাঙা সড়কটি ব্যবহারকারীদের জন্য প্রতিদিনই বিপজ্জনক হয়ে উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের খারাপ অবস্থার কারণে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
রাস্তাটির বেহাল অবস্থা ও নদীর তীরবর্তী হওয়ার ভ্যান,রিকশা, মোটরসাইকল সহ যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ফলে জরুরি চিকিৎসা সেবা থেকেও ব্যাহত হচ্ছে, উত্তর জয়পুর, ডুমরিয়া, কালিকাঠী,মধুরাবাদ,কাচিচিরা, ভুবনখালী এলাকার মানুষ। স্থানীয়রা দাবি করছেন,যদি সড়কটি এখনই মেরামত না করা হয় তাহলে দুর্ঘটনার সংখ্যা বাড়বে এবং জনজীবন আরও অচল হয়ে যাবে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মেরামতের উদ্যোগ নিলে জনগণের ভোগান্তি কিছুটা কমবে।

স্থানীয় গৃহিণী আইরিন আক্তার বলেন; “বছরের পর বছর ধরে রাস্তাটা এরকম ভাঙা অবস্থায় পরে আছে। নদীর পাশের রাস্তা হওয়ায় দিন দিন আরো ভাঙছে। এই ভাঙা জায়গায় দিয়ে মোটরসাইকেল বা ভ্যান উল্টে দুর্ঘটনাও ঘটছে। এই রাস্তাটা দ্রুত মেরামত করা খুবই জরুরি।” স্থানীয় বাসিন্দা অয়ন পাইক বলেন; “এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে।
ভাঙা রাস্তার কারণে ভ্যান অটোরিকশা বা মটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ও শিশুদের স্কুলে যাওয়াতেও সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন শীঘ্রই সড়কটি মেরামত করা হয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা বলেন,” আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। দ্রুত সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
