ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা। সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া মাছ ঘাটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে জেলেরা জানান, দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এর বাস্তবায়ন শুরু না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। সেতুটি নির্মিত হলে ভোলার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জেলার অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে দাবি করেন তারা।
এসময়ে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দ্রুত সেতু নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন।
জেলে হান্নান কাজী বলেন, “এই সেতু শুধু উন্নয়ন নয়, আমাদের জীবন-জীবিকার সাথে জড়িত। তাই খুব দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করতে হবে।”জেলেদের এই বিক্ষোভ কর্মসূচির খবর ছড়িয়ে পড়লে এলাকায় তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
