More

    বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বুধবার (৩ ডিসেম্বর) ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবীতে কর্মবিরতি পালন কর্মসূচি। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়। দেশজুড়ে এ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ার ১২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও কর্মবিরতি পালন করেছেন।

    শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসূচি পালণের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এ কর্মসূচি পালনের কারণে বার্ষিক পরীক্ষা বন্ধ হবার উপক্রম হলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন।

    এক পর্যায়ে শিক্ষকরা অভিভাবকদের তোপের মুখে পড়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে গেলে খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান প্রথমে উপজেলা শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে বিদ্যালয়ে পাঠান। পরে তিনি নিজেই বিদ্যালয়ে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। এসময় বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারও উপস্থিত ছিলেন।

    অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন করতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ে পুলিশও মোতায়েন করা হয়। ইউএনওর আন্তরিকতা ,দক্ষতা ও দূরদর্শি ভূমিকার কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা ঘন্টাখানেক দেরীতে হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

    এতে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও স্থানীয় শিক্ষা সচেতনমহল সাধুবাদ জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

    দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা...