স্টাফ রিপোর্টারঃ শুধু ব্যবসা নয় সেবার ব্রত নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ উদ্বোধন হলো আল রাজি ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসাল্টেশন সেন্টার। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর হাসপাতাল সড়কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির তোফাজ্জল হোসেন ফরিদ।
এ সময় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এবিএম মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পিরোজপুর -৩ (মঠবাড়ীয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ মোঃ আব্দুল জলিল, পিরোজপুর জেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি মোঃ জহিরুল হক, বেতমোর আশরাফুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা শাহ জালাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ ইলিয়াস মৃধা ।
বক্তারা বলেন, মঠবাড়িয়ায় একাধিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে । আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যাবসার জন্য নয়, আমরা মানুষের সেবা করার জন্য স্বল্প খরচে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিব। উদ্বোধনী দিনে সম্পূর্ণ ফ্রিতে ডাক্তাররা রোগী দেখেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ৫০% ছাড় দেন। আল রাজী ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসাল্টেশন কর্তৃপক্ষ সকলের দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করেছেন।
