More

    এক নক্ষত্রের বিদায়: আলহাজ্ব এম এ খালেক আর নেই

    অবশ্যই পরুন

    পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এম এ খালেক আর নেই। আজ রাত ১২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মরহুম আলহাজ্ব এম এ খালেক ভান্ডারিয়া উপজেলার শিক্ষা ও ধর্মীয় অগ্রগতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি আমানউল্লাহ কলেজসহ একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজকল্যাণে তাঁর অবদান ভান্ডারিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে রাজৈরে সমাবেশ

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সাংসদ প্রার্থী উসমান হাদী–এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে...