More

    ভারতে বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া রোগীর ডান পায়ে ‘সফল’ অপারেশন করলেন ডাক্তার!

    অবশ্যই পরুন

    চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভাঙা বাঁ পায়ের বদলে চিকিৎসকরা সম্পূর্ণ সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত গত (১৭ই বুধবার) ডিসেম্বর। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার বাসিন্দা, ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে যান।

    এতে তিনি বাঁ দিকের ‘হিপ জয়েন্ট’-এ গুরুতর চোট পান এবং তার বাঁ পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে যায়। দ্রুতই তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করাই একমাত্র পথ। পরিবারের সম্মতি মেলার পর তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে অস্ত্রোপচারের শেষে।

    ওটি থেকে বের করার সময় দেখা যায়, রোগিণীর বাঁ পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রোগী নিজেই চিৎকার করে বলতে থাকেন, ভুল করেছেন… ভুল! অভিযোগ, নার্স এবং ওটি সহকারীর উপস্থিতিতে অর্থোপেডিক সার্জন সুস্থ পায়েই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ভুল নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় অপারেশন টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে দ্রুত ‘ট্রাকশন’ দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ দাবি করেছেন যে, ওই বৃদ্ধার দুটি পা-ই ভাঙা ছিল।

    কিন্তু পরিবারের প্রশ্ন, কথা ছিল বাঁ পায়ে অস্ত্রোপচারের, তবে ডান পায়ে কেন করা হলো? এক্স-রে রিপোর্ট এবং শারীরিক পরীক্ষার পরেও অভিজ্ঞ চিকিৎসকরা কীভাবে এমন ভুল করতে পারেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন রোগীর আত্মীয় সেলিম মালিক। তিনি জানান, অপারেশন করার আগে তো খালি চোখেও দেখা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে প্লেট দেখেও কেন এই ভুল হলো, তা কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এই ঘটনায় শোরগোল শুরু হতেই মুখ খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিক অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হলে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে হাদির পক্ষে কথা বলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

    বরিশালের গৌরনদীতে ইনকিলাব মঞ্চের নেতা নিহত শরিফ ওসমান হাদির পক্ষে কথা বলায় বেল্লাল হোসেন প্যাদা নামের এক যুবদল নেতাকে...