More

    বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন সোবহান

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে চমক সৃষ্টি করা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

    এরপূর্বে নির্বাচনের আনুষ্ঠানিকতায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী দাবি করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়। নিজ সংসদীয় এলাকার ব্যাপক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলেও এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করবো, না হলেও করবো।

    বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন-কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগনের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।

    এলাকার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। দলের দুর্দীনে বিগত ওয়ান ইলেভেন থেকে কান্ডারীবিহীন বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে ও দলের হালধরে সু-সংগঠিত করে রেখেছি। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে নির্বাচনের মাত্র সাতদিন পূর্বে প্রচারনার মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছি। এবারও দলের কাছে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই দল-মত নির্বিশেষে কর্মী সমর্থকদের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।

    ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন-আমার রাজনৈতিক জীবনে বিগত ৪০ বছরে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সকল ধর্মের নারী-পুরুষ সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি (সোবহান) আরও বলেন-উন্নয়নের প্রতিশ্রুতি নয়, যেকোন উন্নয়ন বাস্তবায়ন করে দেখাতে চাই। এজন্য সবধর্মের মানুষের সহযোগিতা চাচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া এক লাখ...