পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
