More

    সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

    অবশ্যই পরুন

    মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক নির্বাচনি সভায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন।

    এ সময় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কুষ্টিয়া শহর পৌর আমির এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম বক্তব্য দিতে দিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

    অধ্যাপক আবুল হাশেম ছিলেন পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক এবং দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

    এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়।

    সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বাড়ছে রোটা ভাইরাস: আক্রান্তদের অর্ধেকই শিশু

    বরিশালে শীতকালীন রোগের তালিকায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডায়রিয়ার প্রকোপ। সাধারণত গ্রীষ্মকালে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলেও চলতি শীত মৌসুমে...