More

    বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কোর্সে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক এবং এর সামাজিক কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে এবং বরগুনা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কোর্স পরিচালনায় সহযোগিতা করে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসির লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আহসান হাবিব এবং রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান।

    এছাড়াও উপস্থিত ছিলেন পিইউও মোঃ গোলাম মাওলা, প্রভাষক (ইতিহাস বিভাগ) ও বিএনসিসি যৌথ প্লাটুন ইনচার্জ; সামরিক প্রশিক্ষক সার্জেন্ট সুজন কুমার মজুমদার এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ে প্রধান বক্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার।

    বক্তারা বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।” এ সময় তারা মাদক প্রতিরোধে বিএনসিসিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
    শেষে “মাদক নয়, শৃঙ্খলাই শক্তি” স্লোগানকে ধারণ করে সবাই মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    উক্ত কোর্সে বিএনসিসির ক্যাডেটসহ কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় প্লাস্টিক কারখানায় অভিযান: বিপুল পরিমাণ কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ 

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল...