বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বরগুনা ইউনিটের আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবিক এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্যবৃন্দ জনাব একেএম নজরুল ইসলাম মানিক, জনাব মোঃ হারুন অর রশীদ, বরগুনা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ আবদুল করিম এবং যুব প্রধান জনাব মোঃ আব্দুর রহমান সজিবসহ সংশ্লিষ্ট যুব সদস্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব এবিএম গোলাম হায়দার নীলু। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
