More

    পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসন ১০ দলীয় জোট প্রার্থী এনসিপি‘র ড. শামীম হামিদী

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া  প্রতিনিধি : নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকারের পক্ষথেকে নির্বাচনী সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ১০ টি রাজনৈতিক দল জোট বদ্ধ হয়েছেন।
    জোটগত কারণে পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসন প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ড. শামীম হামিদী। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘ দিনের পরিচিত না হলেও গত ৪ আগস্ট‘২৪ এর পর তিনি বেশ পারচিত এবং আলোচিত। একজন ভদ্র, নমনীয় ও শিক্ষিত হিসেবে সর্বমহলে বেশ পরিচিত হয়েছেন।
    কে এই শামীম হামিদী- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা বন্দর এলাকায় তার জন্ম। আর পিতার নাম শহীদুল্লাহ হামিদী। তিনি ছিলেন শিক্ষক, ব্যবসায়ী এবং ধানীসাফা মসজিদের ইমাম হিসেবে তিনি মানুষকে শিক্ষা, নৈতিকতা ও সেবার পথে পরিচালিত করেছেন।
    শিক্ষাগত যোগ্যতা- ঝালকাঠি এনএস কামিল মাদ্রসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরর সমাজবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার  International Islamic University Malaysia (IIUM)– এ যান এবং ২০১৮ সালে সমাজবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। এরপর তিনি  (IIUM) মালয়েশিয়া Sociology & Anthropology বিভাগে শিক্ষকতা শুরু করেন।
    সামাজিক অবদান- ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব, সংগঠন পরিচালনা, সামাজিক উদ্যোগ ও সেবামুখী কর্মকান্ড সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ, সাংস্কৃতিক প্লাটফর্মে জড়িত থাকা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং বিএনসিসির মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তিনি আরও শক্তভাবে গড়ে তোলেন। দেশে ফিরে তিনি শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। সাফা বন্দর ও তুষখালী বাজারে ইসলামী ব্যাংকের দুটি এজেন্ট ব্যাংকিং শাখা প্রতিষ্ঠা করে তিনি স্থানীয় মানুষের আর্থিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেন। সামাজিক সংগঠন “রাউন্ডওয়ালা বাংলাদেশ”- এর সভাপতি হিসেবে অসংখ্য রোগী, দুর্ঘটনায় আক্রান্ত মানুষ এবং বিপদগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেন।
    যে ভাবে রাজণীতিতে পদচারণা- মঠবাড়িয়ার প্রতি তাঁর হৃদয়ের টান, মানুষের প্রতি দায়বদ্ধতা ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি শিক্ষভিত্তিক, শান্তিপূর্ণ ও ন্যায় ভিত্তিক সমাজ নির্মাণের স্বপ্ন তাঁকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসে। ড. শামীম হামিদী একজন শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, গবেষক এবং জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় মুখ। সেখান থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেন।
    এ যাবৎ প্রাপ্তি- অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী হিসেবে মঠবাড়িয়ার মানুষের সামনে এক নতুন ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে হাজির হয়েছেন। যেখানে রাজনীতি হবে নৈতিক, উন্নয়ন হবে বাস্তব, আর নেতৃত্ব হবে সকল নাগরিকের জন্য সমানভাবে অন্তর্ভুক্তিমূলক। বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ( (IIUM )-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
    ড. শামীম হামিদী বলেন, আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু শুরু করবো। ইতোমধ্যে জোটের সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করা শুরু করেছেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কমনা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি , মো:মেহেদী হাসান: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ বাজারে বীর মুক্তিযোদ্ধা আ. রহমান-এর রুহের মাগফিরাত কামনা এবং 'বীর মুক্তিযোদ্ধা...