ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন,এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট করতে হচ্ছে এমন একটি দলের সাথে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে।

ওই দলের কেউ কেউ গ্রামের সহজ সরল মহিলাদের গিয়ে বোঝায়, অমুক মার্কায় ভোট দিলে মৃত্যুর পর জান্নাতে যাওয়া যাবে। সাধারণ মানুষ দলের নামে ইসলাম দেখে বিভ্রান্ত হতে পারে।
তিনি আরো বলেন,এবার দুর্বত্ত সন্ত্রাসী আওয়ামী লীগ নাই।তবে যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধীতা করেছিলো, তাদের সাথেই এবার প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, এটা দুঃখজনক।কিন্তু আগামী দিনে সত্যের জয় হবে। বুধবার ভোলার লালমোহনে হিন্দু সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেজর হাফিজ।
লালমোহন মদন মোহন আখড়া বাড়ি প্রাঙ্গণে হিন্দু সমাজ সম্মেলনির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু সমাজ সম্মেলনির সভাপতি নিরব কুমার দে। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহিন,
পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি নন্দ দুলাল কুন্ডু, বিএনপি নেতা সুবাস কুন্ডু, কাজল গাঙ্গুলী, মন্টু কুন্ডু পৌর যুবদলের সহসভাপতি নিরব পাল প্রমূখ। মতবিনিময় সভায় মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনশাআল্লাহ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। নির্বাচনে যাকে যোগ্য মনে হয় ভোট দিবেন। তবে দেশের জন্য কল্যাণকর ব্যক্তিকেই ভোট দিবেন।
