More

    বরিশাল- ২ আসনের বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু রবিবার (২৫ জানুয়ারি) সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার (জাতীয় দৈনিক আমাদের সময় ও বরিশাল আজকাল প্রতিনিধি), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (বৈশাখী টেলিভিশন ও আমার দেশ প্রতিনিধি), সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার (এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না (আমার সংবাদ প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম (জাতীয় দৈনিক ঘোষণা প্রতিনিধি), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ (দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি), প্রচার সম্পাদক হিমেল (বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি),

    সদস্য,সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম জুলফিকার (দৈনিক বাঙলার জাগরণ প্রতিনিধি) এবং আব্বাস আলী তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এসএম আলাউদ্দীন, সহ সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।

    সভায় সরফুদ্দীন আহম্মেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।

    সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোটপ্রচারণার তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্ব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে ৬ লিটার দেশি মদসহ সাবেক জিয়া মঞ্চ নেতা গ্রেফতার

    ​ঝালকাঠি প্রতিনিধি:  ​ঝালকাঠি সদর উপজেলায় জেলা ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৬ লিটার দেশি মদসহ মোঃ নাছির উদ্দিন মৃধা...