ভোলার লালমোহন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মনির মাতব্বর নামে এক ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার চরউমেদ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ ছিল। সেখানকার ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে রবিবার (২৬ এপ্রিল) সকালে লালমোহন থানায় এ মামলা করেন। মনির মাতব্বর লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাৎ করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছে এমন অভিযোগে পুলিশ নিয়ে তিনি ওই বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে ২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া ট্যাগ অফিসারের তথ্য অনুযায়ী ওই ডিলারের চালের গোডাউনে ১২ বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মনির মাতব্বরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।