বরিশালের গৌরনদী পৌরসভার ও উপজেলার নয়টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায়,দরিদ্র পরিবারের মাঝে গৌরনদী বাসির একমাএ ভরসা তারেক রহমানের আস্থাবান বিএনপির জাতীয় নির্বাহী কমীটির অন্যতম সদস্য বরিশাল এক বিএনপির কানডারি,গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রথমে পৌরসভার নয়টি ওয়ার্ডে এক হাজার ও পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়নে দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্দ্য সহয়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহে আলম ফকির,উপজেলা যুবদল নেতা মনির হাওলাদার,আবুল হোসেন,রুবেল,মশিউর,জুবায়ের প্রমুখ। উপহার সামগ্রী বিতারনকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন তারেক রহমানের র্নিদেশনা অনুযায়ী করোনাভাইরাস উপলক্ষে অসহায় দরিদ্র,শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যদ্রব্য পৌছেদেয়া আমাদের দায়িত্ব তাছাড়া তিনি বলেন দেশের এই ক্রান্তিকালে সমাজের সকল বৃত্তবানদের অসহায়,দরিদ্রদের মাঝে খাদ্যসহায়তা প্রদানের আহব্বান জানিয়েছেন।