More

    আগৈলঝাড়ায় চালের চাতাল নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে মসজিদের উপর হামলার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধ ও দুইটি চালের চাতাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-সংঘর্ষে মসজিদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মসজিদের মুসুল্লিসহ আহত হয়েছে কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পয়সা গ্রামের চালের চাতাল ব্যবসায়ী লিটু বক্তিয়ারের সাথে একই এলাকার অপর চালের চাতাল ব্যবসায়ী কামাল বক্তিয়ারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ২০ মার্চ শাহআলম বক্তিয়ারের নেতৃত্বে মেহেদী বক্তিয়ার, ফয়সাল, নিজাম, রাছেল, নাইম, সোহান বক্তিয়ারসহ ৪০/৫০জনের একটি দল একই এলাকার চালের চাতাল ব্যবসায়ী কামাল বক্তিয়ারের সাথে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষ বাঁধে। এসময় এই দুই পক্ষের লোকজন বিনা কারনে সরকারের বরাদ্ধকৃত পূর্ব পয়সা ডুমুরবাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় মসজিদে হামলা করে বেড়া ভাংচুর করে। এসময় হামলাকারীদের হাতে মসজিদের মুসুল্লি মিলন বক্তিয়ার, বায়জিত বক্তিয়ার, জলিল ও নুরু বক্তিয়ার আহত হয়। এদের মধ্যে মিলন ও বায়জিতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশের এসআই নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে পূর্ব পয়সা ডুমুরবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি জামশেদ বক্তিয়ার ও ইমাম আসলাম বক্তিয়ার, মুসুল্লি হালিম বক্তিয়ার, বাবুল, মাসুদ, জাহাঙ্গীর, জাহিদ বক্তিয়ার বলেন, ব্যবসায়ী লিটু বক্তিয়ারের সাথে একই এলাকার অপর চালের চাতাল ব্যবসায়ী কামাল বক্তিয়ারের সাথে চাতাল নিয়ে বিরোধ অনেক দিনের কিন্তু এই মসজিদের সাথে তাদের দুই পক্ষের কোন সর্ম্পক নেই। তারপরেও কি কারনে আমাদের মসজিদে বিনা কারনে হামলা করেছে তা আমাদের জানা নেই। তাই আমরা মসজিদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...