কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে নিখোঁজের তিনদিন পর জেলে ফেরদৌস মুন্সীর মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর একটার দিকে
মধুখালী খালের পাশে গর্ত করে মাটি চাপা দেয়া তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফেরদৌস একই গ্রামের রহমান মুন্সির ছেলে। গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায়
শনিবার তার পরিবারের সদস্যরা থানায় জিডি করে। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, নিহত ফেরদৌস কোন রাজনীতির সাথেও জড়িত না।
সে বরশি দিয়ে মাছ শিকার করতো। আজ রোববার সকালে খালের পাশে নতুন মাটি ও গাছের ডাল দিয়ে
ঢাকা অবস্থায় স্থানীয় লোকজন দেখে সন্দেহ হয়। পড়ে মাটি কেটে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর
দেয়। তারা এ হত্যায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কলাপাড়া থানার এএসপি সমীর সরকার জানান, আজ (রোববার) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা দেয়া অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে ঊর্ধ্বতন
পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ও স্থানীয়দের সহায়তায় মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার
করেন।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। কারা,
কেন তাকে হত্যা করে এভাবে মাটি চাপা দিয়েছে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এ ঘটনায়
থানায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
