More

    মুলাদীতে স্বামীর সঙ্গে কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ফারজানা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সদর রোডের সূর্যমুখী বিউটি পার্লারে এ ঘটনা ঘটে।

    এক সন্তানের জননী ফারজানা আক্তার মুলাদী সদর ইউনিয়নের ইলাহি মল্লিকের মেয়ে এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইমন হাওলাদারের স্ত্রী। তিনি উপজেলা সদরের একটি বাসায় ভাড়া থাকতেন।

    নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ফারজানার সঙ্গে তার স্বামীর বাকবিতণ্ডা হয়। পরে সে বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান সূর্যমুখী পার্লারে যায়। রাত ৮টার দিকে সে ফটাকসিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী দোকানদাররা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার নির্দেশনা দেন। পরে গাড়িতে উঠানোর আগেই ফারজানা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    এ ঘটনায় মুলাদী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ফারজানার স্বামী ইমন হাওলাদারকে আটক করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...