More

    নদীতে নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর রাকিব হাওলাদার নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে স্বজনরা।

    শনিবার (৬ জুন) সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন দক্ষিণ পাশের বিষখালি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩ জুন রাত সোয়া ৮ টার দিকে বিষখালি নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব।

    উপজেলার পুখরিজানা গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব। তিনি বরিশাল হাতেম আলী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

    প্রত্যক্ষদর্শী মতিউর রহমান মতি জানান, ঘটনার সময় নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে আড্ডা দিচ্ছিলেন রাকিব ও তার বন্ধুরা। হঠাৎ প্রচণ্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দিলে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার চেষ্টা করে। অন‌্যরা উঠতে পারলেও রাকিব পারেনি।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...