More

    আগৈলঝাড়ায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ শনিবার উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় সূত্র ও আগৈলঝাড়ায় থানার এসআই শাহাবুদ্দিন জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বড় মগড়া গ্রামের অমল চন্দ্র রায়ের ছেলে কলেজছাত্র আকাশ চন্দ্র রায় (১৮) ল্যাপটপ কেনার জন্য পিতা-মাতার কাছে আবদার করে। পিতা-মাতা ল্যাপটপ ক্রয় করে দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে শুক্রবার রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে পুলিশ খবর পেয়ে এসআই শাহাবুদ্দিন লাশ উদ্ধার করে।

    আগৈলঝাড়া থানা ওসি মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয়...