More

    আগৈলঝাড়ায় এ পর্যন্ত ১৬ জনের করোনা সনাক্ত। সুস্থ্য হয়েছেন ১৩জন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বুধবার দুপুরে ২৪ বছরের এক যুবকের করোনা আক্রান্তর খবর নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই যুবক রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। ডা. বখতিয়ার আল মামুন আরও জনান, এ পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে বুধবারের আক্রান্ত যুবকসহ মোট ৩জন করোনা সংক্রমন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, বাকী ১৩জন করোনা আক্রান্ত ব্যক্তি পরীক্ষায় করোনা নেগেটিভ হয়ে সুস্থ্য হয়েছেন। করেনা আক্রান্ত যুবকের বাড়ি লক ডাউন করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ি ৩০জুন থেকে করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় হাসপাতালে ২শ টাকা ও বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫শ টাকা করে ফি নেয়া শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা থেকে মোট ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭১

    মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার ভোরে...