কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি খোকন মুন্সিকে(৩৪) অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১২ ৩০ দিকে উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি খোকন মুন্সি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার দুপুর ১২ ৩০মিনিটের দিকে ডাসার থানার এসআই সুশীল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সীকে গ্রেফতার করে। এ সময় আসামী খোকনকে হাতকড়া পড়িয়ে মটর সাইকেল যোগে থানায় নিয়ে যাওয়ার সময় বয়াতীবাড়ি নামক স্থান থেকে আসামি ওই এসআইকে কৌশলে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এ আসামী পালিয়ে যাওয়ার পর জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাতকড়াসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান বলেন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ রোববার সকালে তাকে মাদারীপুর বিজ্ঞ অদালতে পাঠানো হয়