More

    বিএনপি নেতা আমানউল্লাহ আমান কারাগারে

    অবশ্যই পরুন

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের আত্মসমর্পণ করে জামিন আবেদন করার খবরে সকাল থেকেই বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার সকালে আদালতে হাজির হন। আদালতে এসে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

    দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

    রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করেন । পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার জজ-১ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আমানউল্লাহ আমানের আইনজীবীরা তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়ার নির্দেশ করলে তা মঞ্জুর করেন । অসুস্থতা বিবেচনায় আমানউল্লাহ আমানকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    আমান দম্পতির আপিল খারিজ করে বিচারিক আদালতের দেওয়া দণ্ড বহাল রেখে গত ৩০ মে ওই রায় দেওয়া হয়। এসময় আদালত কারাগারের কারাবিধি অনুযায়ী আমানউল্লাহ আমানকে চিকিৎসা সুবিধা দেওয়ারও নির্দেশ দেন হাইকোর্ট ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...