বরিশাল বিভাগের ছয় জেলায় গতকাল রোববার ১২৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪১৮। এ ছাড়া করোনাভাইরাসে মারা যাওয়া তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে বিভাগে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৬।
স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি কোভিডের উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশালের দুজন ও বরগুনা জেলার একজনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে। ফলে এ বিভাগে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি। এ জেলায় মোট শনাক্ত ১ হাজার ৭২০ জন। এর মধ্যে ১ হাজার ২৬৬ জনই বরিশাল নগরের বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৫২৮ জন, ভোলায় ৩২৭ জন, পিরোজপুরে ২৯৪ জন, বরগুনায় ৩০০ জন ও ঝালকাঠিতে ২৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৭৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩০ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ১০ জন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় পাঁচজন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে জুনে সংক্রমণ পরিস্থিতির বেশ অবনতি হয়। জুলাইতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন এটাকে নিয়ন্ত্রণ করতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই।