More

    গৌরনদীতে এ কেমন শক্রুতা!গৌরনদীতে এ কেমন শক্রুতা!

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেরামত মাঝির বসত ঘর ও খড়কুটার স্তুপে (গো-খাদ্য) আগুন লাগিয়ে ্এবং গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রেখে যায়। সকালে গর্ভবতী গাভী দুটিকে ওই পানি খাওয়ালে অসুস্থ্য হয়ে পরে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    গৃহকর্তা কেরামত মাঝি অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বসত ঘরের চার দিক দিয়ে ও বড় দুটি খড়কুটার স্Íুপে কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা গণসংযোগে

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদ উপজেলার জলাবাড়ী এবং সমুদয়কাঠি ইউনিয়নের আওয়ামীমনা হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে গনসংযোগে অংশ নিয়েছেন।...