More

    গৌরনদীতে সেলাই মেশিন বিতরণ বঙ্গমাতার জন্মদিনে

    অবশ্যই পরুন

    বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক শ্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    শনিবার বেলা এগারটায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী উপজেলা মেডিকেল অফিসার তুষার দেব বৈষ্ণব।

    বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। শেষে দর্জি প্রশিক্ষনপ্রাপ্ত ছয়জন দুঃস্থ নারীর মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...