More

    বরিশালে ধর্ষনকারী পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মা-মেয়ে সহ এলাকাবাসীর মানববন্ধন

    অবশ্যই পরুন

    বরিশাল ৫নং ওয়ার্ড পলাশপুরে আপন পিতা, মোঃ আঃ ছালাম কর্তৃক গেরীর হাটখোলা সড়কের সোমের্তবান মহিলা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী ধর্ষনে শিকার ও আটক ছালামের নিকৃষ্ট ও ঘৃনতম কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবীতে মা ও মেয়ে সহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    আজ মঙ্গলবার (১১ই) আগস্ট সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে।

    এসময় এই ঘৃনতম ঘটনার আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ট তদন্ত সহ ধর্ষনকারী নরপশুর স্বামীর বিচার কামনা করে বক্তব্য রাখেন নির্যাতিত মেয়ে মা মোসাম্মত মাসুমা বেগম, মামা আঃ করিম,এলাকাবাসী সাইদুল ইসলাম, ছাত্র ফ্রন্ট সংগঠক মাহিন,অন্তরা,বিপুল প্রমুখ।

    মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ সহ ন্যায় বিচারের প্রত্যশা কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডাং, মনিষা চক্রবর্তী।

    উল্লেখ্য গত ২৯ই জুলাই বিকালে নিজ কন্য (১৪) এর প্রতি পিতা ছালামের কুদৃষ্টি পড়ে এবং এঘটনা মা মাসুমার নজরে আসায় তাকে মারধর করে ঘড়ের বাহিরে বেড় করে দিয়ে মেয়েকে নির্যাতন করার অভিযোগ এনে মেট্রোপলিটন কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মাসুমা বেগম বাদী হয়ে স্বামী ছালামের বিরুদ্ধে মামলা করেন।

    পরবর্তীতে নিজ কন্যাকে ধর্ষনকরা নরপশু পিতা আঃ ছালাম কাউনিয়া থানা পুলিশের কাছে আত্বসমর্থণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফ্যাসিস্ট আ’লীগের একাধিক নেতাকর্মীকে আটক করায় রোষানলে এসআই আবুল কালাম আজাদ!

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ডেভিল হান্ট অভিযানে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম...