বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে বুধবার দিবাগত রাত নয়টার দিকে নিজের মালিকানা ইজিবাইক নিয়ে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ইজিবাইকের চালক মামুন রাঢ়ী (২৫) নামের এক যুবক।
সে (মামুন) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর পুত্র।
তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি এ সংক্রান্ত কোন খবর পেয়ে থাকলে অনুগ্রহপূর্বক ০১৭২১-৮৭৪০৩৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।