More

    গৌরনদীতে নিখোঁজের আট দিন পর ইজি বাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে ব্যাটারী চালিত ইজি বাইকসহ মামুন রাঢী (২৯) নামে এক যুবক নিখোঁজের আট দিন পর বুধবার দুপুরে খালের মধ্যে মুখ বাঁধা ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। মামুন রাঢী পাশার্ববর্তী উজিরপুর উপজেলার উত্তর মোরাকাঠী গ্রামের আঃ ছালাম রাঢীর পুত্র। মামুন উপজেলার বাটাজোর এলাকায় সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
    গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে খালে কচুরিপানার মধ্যে অর্ধ গলিত লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। বেলা ২টার দিকে মামুন রাঢীর আত্মীয়রা লাশ দেখে সনাক্ত করেন।
    পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৯ আগষ্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে মামুন তার নিজস্ব ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে আসে। এর পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর গত ২০ আগষ্ট মামুনের বাবা ছালাম রাঢী বাদি হয়ে উজিরপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...