More

    সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে দুইশত অসহায় পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান ও মতবিনিময় সভা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মহামারীতে বিপন্ন ও বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ এবং করোনা মহামারী সাংবাদিকদের অগ্রণী ভূমিকা নিয়ে মতবিনিময় সভা ও পিপিই প্রদান সহায়তা প্রদান বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
    সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমানের নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে ত্রাণ বিতরন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এসএম মহিউদ্দিন বাদশা। সভায় প্রধান অতিথি ছিলেন নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা তাজ নেহার মমিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ অরিফুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ মজনুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, চাঁদশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন শরীফ, সাংবাদিক পলাশ তালুকদার, এমডি ফাহাদ, সাবেক ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান হিমু, সৈয়দ মনিরুজ্জামান প্রমূখ।
    শেষে সাংবাদিকদের পিপিই ও দূর্গত ২০০ পরিবারের প্রত্যেককে পরিবারকে ২৫ কেজির এক বস্তা চাল, ২ কেজি মুশুরীর ডাল, ২ লিটার সয়ামিন তৈল, ৩কেজি আলু, ২ কেজি পিয়াজ , ১কেজি লবন ও দুটি সাবান বিতরণ করা হয়।
    Image may contain: 1 person, text that says "লুবর রহমান ফাউ্ডেশনের উদ্যোগে মহামারীতে বিপন্ন ও বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরন এবং পেথাকে ও করোনা মহামারী সাংবাদিকদের অগ্রণী ভুমিকা নিয়ে নিগিই পনন অনুষ নদী, গাষ্ট-২ রখ: প্রমিয় ോறு ചl கவும গৌরনদীতে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মহামারীতে বিপন্ন ও বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ"
    <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
    Gias Uddin Mia, Jahurul Islam Jahir and 3 others

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...